শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ঢাকা থেকে মদিনা, কুয়েত ও কাঠমান্ডু বিমানের ফ্লাইট আবার চালু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে এবং ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীরা এখন থেকেই এসব রুটের টিকেট কিনতে পারবেন।

আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্স।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার বিমানের ফ্লাইট বিজি০৭১ স্থানীয় সময় ৯ টা ১৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কাঠমান্ডু থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার ফ্লাইট বিজি০৭২ স্থানীয় সময় ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

অপরদিকে প্রতি রবিবার ও বুধবার ফ্লাইট বিজি৪০৩৭ স্থানীয় সময় ১৪ টা ১৫ মিনিটে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং মদিনা থেকে প্রতি রবি ও বুধবার ফ্লাইট বিজি৪০৩৮ স্থানীয় সময় ১৯ টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

এছাড়া বিমানের ফ্লাইট বিজি০৪৩ ঢাকা থেকে প্রতি রবিবার স্থানীয় সময় ১৯ টা ৪৫ মিনিটে এবং প্রতি মঙ্গলবার ১৮ টা ৪০ মিনিটে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় ০০:০১ টায় এবং প্রতি মঙ্গলবার ২২ টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি০৪৪ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ