শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ঢাকা থেকে দুবাই গেলো প্রথম ফ্লাইট

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

মধ্যরাতে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

রাত ১টা ৪০ মিনিটে ৪৫ জন যাত্রী নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে বলে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ড. ইশরাক শাহরিয়ার নিশ্চিত করেন।

করোনা সংক্রমন বৃদ্ধির কারনে ঢাকার সাথে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এর পর এই প্রথম একটি ফ্লাইট এর সংযুক্ত আরব আমিরাতে গেলো।

তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৭টা থেকে বিমানবন্দরের ল্যাবে আমিরাতগামী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

করোনা পরীক্ষার জন্য প্রত্যেক যাত্রীকে ১ হাজার ৬০০ টাকা খরচ করতে হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখন বিমানবন্দরে করোনা টেস্ট করিয়ে বাংলাদেশের যাত্রীদের দুবাই, আবুধাবি ও শারজাহ যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ