শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ডেঙ্গুর প্রকোপ এ মাসের শেষে কমার আশা মন্ত্রীর

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
চলতি মাসের শেষ দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে। এমন আশাবাদ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এছাড়া আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এসব কারণে এ মাসের পর থেকে আমাদের দেশে এইডিস মশার উপদ্রব এবং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমবে বলে আমরা আশা করছি।

ডেঙ্গুর মৌসুম এলে সরকার মশার নিয়ন্ত্রণে কাজ করে- এমন অভিযোগের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মশার প্রকোপ বাড়লে নিধন শুরু হয়- এটি ‘ঠিক নয়’।

তিনি বলেন, জানুয়ারি থেকে ডিসেম্বর, মশা নিধন বছর ভর- এই নীতি অনুসরণ করে মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কাজ চলছে। প্রতি মাসেই সিটি করপোরেশনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে সভা করে সবার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। সবাই অর্পিত দায়িত্ব পালন করেন, কারো অবহেলা করার সুযোগ নেই।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিবারকে সরকার আর্থিক সহায়তা দেবে কি-না এমন প্রশ্নে তাজুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার থেকে কেউ যদি আবেদন করেন তাহলে তা ‘অবশ্যই’ বিবেচনায় নেওয়া হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ