শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ট্রাকচাপায় মোটরসাইকেলের ৪ আরোহী নিহত

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
নওগাঁর ধামইরহাটে এক মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন ৪ জন, তাদের কেউই আর বেঁচে নেই। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু সুফিয়ান (১৮) ও আব্দুস সালাম (৩০) নামে দুজনের মৃত্যু হয়। রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে হরিতকীডাঙ্গা বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সজল হোসেন (৩৫) ও মিনহাজ হোসেন (২৮) নামে বাকি দুজনও মারা যান। ঘটনার পর ট্রাকটি ফেলে ট্রাকের চালক ও সহকারিরা পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। পুলিশ জানায়, নিহতরা ৪ জনই সবজি ব্যবসায়ী। ধামইরহাট সাপ্তাহিক হাটে-বাজারে কেনা-বেচা শেষে একই মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেলেন। রাত সাড়ে ৮টার দিকে হরিতকিডাঙ্গা উজ্জ্বল হোসেনের চাউল কলের সামনে মোটরসাইকেলটি এলে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুফিয়ান হোসেন ও আব্দুস ছালামের মৃত্যু হয়। স্থানীয়রা সজল ইসলাম ও জুয়েল হোসেনকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। আহতদের অবস্থা আশঙ্কজনক হওয়ায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই মারা যান। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা গণমাধ্যমকে বলেন, ধামইরহাট থেকে হতাহতরা একটি মোটরসাইকেল যোগে গ্রামের বাড়িতে দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে দু’জন ও পরে দু’জন মারা যান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ