বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

টাকায় মিলছে টিকা সনদ এনআইডি কার্ড!

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করতে সরকার তৈরি করেছে সুরক্ষা অ্যাপস। কিন্তু এই অ্যাপসে ঢুকে পড়ছে প্রতারকরা। তারা টিকা দেওয়া ছাড়াই দিচ্ছে সনদ। বিনিময়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। অনলাইনে বিভিন্ন গ্রুপে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে চলছে এ কাজ।

এ ছাড়া চক্রের সদস্যরা বিক্রি করছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারও। শুধু তাই নয়, একই কায়দায় চক্রের সদস্যরা জন্মসনদ, করোনাভাইরাস পরীক্ষার পজিটিভ-নিগেটিভ সনদ, হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র তোলা এবং নাম সংশোধনসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

অনলাইনের একটি গ্রুপে প্রবেশ করে দেখা যায়, টিকার সার্টিফিকেটের জন্য যেসব তথ্য চেয়ে প্রতারক চক্র বিজ্ঞাপন দিয়েছে, সেগুলের মধ্যে রয়েছে, জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর, নাম, জন্মতারিখ ইত্যাদি। বিজ্ঞাপনে বলা হয়েছে, সনদ নিতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশনের পর টিকা না নিলেও সনদ দেওয়া যাবে। আরও লেখা আছে, ‘বেক (ব্যাক) ডেট দিয়ে একসঙ্গে দুই ডোজ কম্পিলিট (কমপ্লিট) করা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে কোভিড টেস্টের নেগেটিভ এবং পজিটিভ সার্টিফিকেট। হারানো আইডি কার্ড ফেরত দেওয়া হচ্ছে। ডাবল ভোটারের এক্টিভেট কপির পাশাপাশি বিভিন্ন ধরনের মোবাইল সিমের বায়োমেট্রিক করা হয়। কাজ চলিতেছে বিদ্যুতের গাতিতে। দ্রুত নক দেন।’

ওই গ্রুপের আরেকটি বিজ্ঞাপনে লেখা আছে, ‘সারা দেশের যেকোনো ইউনিয়ন পরিষদ থেকে জন্মসনদের নিবন্ধন দেওয়া হয়। শুধু নিজের নাম সংশোধনের জন্য ৬০০ টাকা। অগ্রিম পেমেন্ট আবশ্যক।’ ওই গ্রুপে আরও বলা হয়েছে, ‘এনআইডি কার্ড দেওয়া চলছে।’

সুরক্ষা এনআইডি সফটওয়্যার নামের একটি গ্রুপে বলা হয়েছে, ‘আপনাদের জন্য এখন এনআইডি অ্যাকাউন্ট পাইকারি রেট। পারলে যত খুশি বিক্রি করেন। আজীবন গ্যারান্ট্রি দিলাম। এনআইডি সার্ভারের ভিআইপি অ্যাকাউন্ট খুলে দিতে পারব এখন। যেখানে একজন ইউজারের জন্য একটা ফুল সার্ভার বরাদ্দ থাকবে। রেট ১২০০ টাকা ফিক্সড, যদি নেন।’ ওই গ্রুপে আজীবন গ্যারান্টি দিয়ে নতুন এনআইডি সার্ভারের একটি লিংক দিয়ে বলা হয়েছে, ‘যাদের লাগবে পেমেন্ট করেন।’

‘হারানো আইডি কার্ড উত্তোলন’ নামের একটি গ্রুপে বলা হয়েছে, ‘কাজ চলমান। সার্ভিস ভালো। সাইন কপি ও সার্ভার কপি ২-৩ মিনিটের মধ্যে ডেলিভারি। আমাদের সেবাসমূহ-‘হারানো আইডি কার্ড, জন্মসনদ, সকল সিমের বায়োমেট্রিক, জন্মনিবন্ধন সনদ, ডাবল ভোটারদের একটি বাতিল করে অন্যটি একটিভ করা, যারা টিকা দিয়েছেন কিন্তু কার্ড পাননি তাদের কার্ড দেওয়া।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, সুরক্ষা অ্যাপস এবং জাতীয় পরিচয়পত্রসহ বেশ কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক শ্রেণির প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে আমাদের কাছেও তথ্য এসেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে কার্যকর বব্যস্থা নিতে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

সুরক্ষা অ্যাপসের নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে যাওয়ার বিষয়টি জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, এমনটি হওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের কোনো অভিযোগও এখনো আমরা পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।   সূত্র: যুগান্তর

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ