শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জেএমবির শীর্ষ জঙ্গি সালেহীনের ফাঁসি বহাল

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ধর্মান্তরিতের অভিযোগে গণি গোমেজকে হত্যা করেন জেএমবির শীর্ষ জঙ্গিরা। ওই হত্যা মামলায় মৃত্যুদণ্ড হয় জঙ্গি সালাউদ্দিন সালেহীন ও রাকিব হাসানের। সেই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাদের আপিল বিচারাধীন ছিল। কিন্তু জঙ্গি হামলা সংক্রান্ত এক মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাদেরকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। পরে পুলিশের অভিযানে জঙ্গি রাকিব নিহত হন। কিন্তু পালিয়ে যান জঙ্গি সালেহীন। এই দুই জঙ্গির বিষয়ে রাষ্ট্রপক্ষের দাখিলকৃত তথ্য পর্যালোচনা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সালেহীনের আপিল খারিজ করে দেয়। অপর জঙ্গি রাকিব নিহত হওয়ায় তার আপিল বাতিল ঘোষণা করা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি মুহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।

আদালত বলেন, পলাতকদের আইনের আশ্রয়লাভের সুযোগ নাই। ২০০৪ সালে জামালপুরে গণি গোমেজকে হত্যা করেন জেএমবির জঙ্গিরা। ওই মামলায় ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় ওই বছরই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখে হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে এই জঙ্গিরা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ