শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জাপানি ২ শিশুর জিম্মা নিয়ে মায়ের আপিলের রায় ১৩ ফেব্রুয়ারি

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

জাপানি দুই শিশুকে নিজের জিম্মায় নিতে তাদের মা নাকানো এরিকোর করা আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি এর রায় দেওয়া হবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সোমবার (৭ ফেব্রুয়ারি) এ দিন ধার্য করেন।

এর আগে দুই শিশুর বাবা ও মায়ের আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, সব কিছু আইনের ব্যাখ্যা বা আইন দিয়ে রেগুলেটেড হয় না। আমরা আপনাদের অনুরোধ করব, প্রথম থেকেই বলছি, যেহেতু দুজন (বাবা-মা) এখনও পৃথক হননি, বাচ্চাদের ভবিষ্যতের দিকে খেয়াল করে নিজেরা মিমাংসা করে ফেলতে পারেন কি-না। যেহেতু এখনও পৃথক হয়নি, তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক বিদ্যমান আছে, ১৩ তারিখের মধ্যে যদি মিমাংসা করতে পারেন, তাহলে ভালো। না হলে আমরা যতটুকু শুনলাম, আইন যতটুকু আছে, সে অনুসারে আদেশ দিয়ে দেব। আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও আহসানুল করিম। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, ফাওজিয়া করিম ও অনিক আর হক।

গত বছরের ৫ ডিসেম্বর দুই শিশুকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ