শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জাপানি মা চলতি মাসে ৪ দিন সন্তানদের সঙ্গে থাকতে পারবেন

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
জাপানি মা চিকিৎসক নাকানো এরিকো চলতি সেপ্টেম্বর মাসে সন্তানদের সঙ্গে গুলশানের ফ্ল্যাটে চার দিন থাকতে পারবেন। তখন ওই সন্তানদের বাবা বাসায় থাকতে পারবেন না।

পরবর্তী মাস থেকে জাপানি বাবা-মা দুজনেই সন্তানদের সাথে থাকতে পারবেন। আজ বুধবার এই আদেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ বিষয়ক অপপ্রচারমূলক কনটেন্ট সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি গুলশানে তাদের বসবাস করা ফ্ল্যাটের কক্ষের সিসি ক্যামেরা সরিয়ে ফেলতে বলা হয়েছে। তবে ফ্ল্যাটের বাইরে নিরাপত্তার জন্য সিসিটিভি থাকবে বলে আদালত আদেশ দিয়েছেন।

জাপানি মায়ের আবেদনের শুনানি নিয়ে বুধবার (৮ সেপ্টম্বর ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নাকানো এরিকোর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে বাবা শরীফ ইমরানের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।

আগামী ৯, ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর রাতে মা সন্তানদের সঙ্গে কাটাবেন। তখন বাবা থাকবেন না বলে নির্দেশ দিয়েছেন আদালত। মা-বাবা উভয়ই আলাদাভাবে সন্তানদের নিয়ে বাইরে ঘোরাফেরা করতে পারবেন।

ঘটনার পূর্বাপর

এর আগে গত ১৯ আগস্ট শরীফ ইমরানের জিম্মায় থাকা দুই শিশু সন্তানকে ৩১ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। শিশুদের মা এরিকোর করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট এসব আদেশ দেন।

পরে দুই শিশুকে নির্যাতনের অভিযোগে তাদের মা পৃথক মামলা দায়ের করলে গত ২২ আগস্ট শিশুদের উদ্ধার করে পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। এরপর তাদের তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছিল।

গত ২৩ আগস্ট শরীফ ইমরানের জিম্মা থেকে দুই শিশু সন্তানকে সিআইডি কর্তৃক উদ্ধারের পর ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের মা ও বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন বলেও আদালত সময় বেঁধে দিয়েছিলেন। এ ছাড়াও ৩১ আগস্ট শিশুদেরকে হাইকোর্ট হাজির করতে এবং এসময়ের মধ্যে আদালত উভয়পক্ষের আইনজীবীদের বিষয়টি সমাধান করতে ভূমিকা রাখার প্রচেষ্টা চালাতে পরামর্শ দিয়েছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ