শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে চায় তালেবান

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। সেখানে অংশ নিয়েছেন বিশ্বের প্রায় সকল দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান অথবা প্রতিনিধি। তবে এখন এই অধিবেশনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য দিতে চায় আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। চলতি সপ্তাহেই সেখানে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে তারা।

বুধবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আগ্রহ প্রকাশ করেন। জাতিসংঘের একটি কমিটি এখন এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

বিবিসি জানিয়েছে, তালেবান ইতোমধ্যেই জাতিসংঘে তাদের দূতও নিয়োগ করেছে। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহাইল শাহীনকে জাতিসংঘে আফগান দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তালেবান বলছে, ক্ষমতাচ্যুত সাবেক আফগান সরকারের প্রতিনিধি এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না। গত মাসে গোষ্ঠীটি আফগানিস্তানের ক্ষমতা দখল করে।

আগামী সোমবার জাসিংঘের সাধারণ পরিষদের অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে এবং এর আগে ওই কমিটির বৈঠকে বসার কোনো সম্ভাবনা নেই। আর তাই, জাতিসংঘের বিধি অনুযায়ী- ওই কমিটি বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত বৈশ্বিক এই সংস্থাটিতে গোলাম আইজ্যাকজাই-ই আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে অবস্থান করবেন।

এমনকি জাতিসংঘের সাধারণ অধিবেশনের শেষ দিনে অর্থাৎ আগামী ২৭ সেপ্টেম্বর গোলাম আইজ্যাকজাই বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও তালেবান বলছে যে, আইজ্যাকজাই এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ