শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

চুল কাটার ঘটনায় কী ব্যবস্থা, জানতে চায় আদালত

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেনসহ তিন শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

ফারহানা বাতেনের পাশাপাশি অন্য যে দুই শিক্ষকের বিষয়ে জানতে চাওয়া হয়েছে, তারা হলেন- সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের সহকারী শিক্ষক রাজিব অধিকারী ও জান্নাতুল ফেরদৌস মুন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর।

বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরার ভিডিও দেখে তদন্ত কমিটি শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার ‘প্রমাণ পাওয়ার’ মধ্যে বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেয় বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বুধবার একটি মানবাধিকার সংগঠন হাই কোর্টে রিট আবেদন করে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব ও নওরোজ মো. রাসেল চৌধুরী। সেই রিট আবেদনে আদালতের রুল আসে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সামনে ১৪ শিক্ষার্থীকে চুল কেটে দেওয়া এবং আত্মঘাতী হওয়ার মতো এ ধরনের আইনবহির্ভূত শাস্তি দেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

এছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেন, সহকারী শিক্ষক রাজিব অধিকারী ও জান্নাতুল ফেরদৌস মুনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে এবং আইনবহির্ভূত শাস্তির শিকার ১৪ শিক্ষার্থীকে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত।

সেই সাথে দেশের যে কোনো শিক্ষাঙ্গনে এ ধরনের নিপীড়ন ও নির‌্যাতনমূলক ঘটনা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীর জন্য একটি আচরণবিধি প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য, রেজিস্ট্রার, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেন, সহকারী শিক্ষক রাজিব অধিকারী ও জান্নাতুল ফেরদৌস মুন, সিরাজগঞ্জের পুলিশ সুপার, সদর থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদিকে ওই ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেনকে স্থায়ীভাবে অপসারণের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অনশনে চালিয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ