শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

চীন থেকে আসলো আরও ৩ লাখ ডােজ টিকা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

চীনের তৈরি সিনোফার্মের ৩ লাখ ডোজ টিকা এবং মেডিকেল সরঞ্জাম এসেছে বাংলাদেশে।বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানে রোববার চীন থেকে ঢাকায় পৌছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমান বাহিনীর উক্ত পরিবহন বিমানটি চীন হতে করোনাভাইরাসের টিকা সংগ্রহের জন্য শনিবার বিমান বাহিনীর ১৩ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন। উইং কমান্ডার মো. হাবিবুর রহমান সি-১৩০জে পরিবহন বিমানের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষে মিডিয়া ব্রিফ করেন ডাইরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিসেস মেজর জেনারেল মো: মাহাবুবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকারের নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে চীনের পিপল্স লিবারেশন আর্মির সামরিক কাজে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ শুভেচ্ছা হিসেবে করোনাভাইরাস প্রতিরোধে টিকা ও মেডিকেল সরঞ্জাম চীন হতে দেশে আনা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ