শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ে ধীর গতির চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের এক ছাত্র। তার নাম গোলাম মোস্তফা রোমান (১৯)। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সোয়া দশটায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সেকেন্দার আলী জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তিতাস কমিউটার ট্রেনটি তেজগাঁও স্টেশনে পৌঁছানোর আগেই ধীরগতিতে থাকায় ওই ছাত্র নামতে গিয়ে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই সেকেন্দার বলেন, জন্ম নিবন্ধনের কাজে তেজগাঁওয়ে যাচ্ছিলেন গোলাম মোস্তফা । তিনি পুরান ঢাকার নবাবপুরের স্যানিটারী ব্যবসায়ী মোঃ সেলিম মুন্সির ছেলে। তাদের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলবে। নিহত মোস্তফা মুগদা ঝিলপাড় এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে সে বড়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ