শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

গুলি ছুড়ে তালেবানের উল্লাস, প্রাণ গেলো ১৭ জনের

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
বিদ্রোহীদের দখলে থাকা প্রদেশ পানশির দখলো আসার খবরে গুলি ছুড়ে উল্লাস শুরু করে তালেবান যোদ্ধারা। গোষ্ঠীটির সদস্যদের আকাশের দিকে ছোড়া গুলিতে কাবুলে অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

তালেবান কর্মকর্তারা শুক্রবার পানশির দখলে নেয়ার দাবি করলেও তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) কাবুলের উত্তরে অবস্থিত পানশির প্রদেশটির পতন ঘটার খবর উড়িয়ে দিয়েছে।

তালেবান সূত্রগুলোর পানশির জয়ের দাবির পরপরই কাবুলে ‘আকাশের দিকে গুলি ছোড়ার’ ঘটনায় অন্তত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা শামসাদ ও বার্তা সংস্থা টোলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাবুলের পূর্বদিকে অবস্থিত নানগারহার প্রদেশেও একইরকমভাবে ‘উল্লাসে গুলি ছোড়ার’ ঘটনায় ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক রাজধানী জালালাবাদের একটি এলাকার এক হাসপাতালের মুখপাত্র গুলজাদা সানগার।

যদিও ‘উল্লাসে গুলি ছোড়ার’ এসব ঘটনায় জড়িতদের তীব্র ভাষায় তিরস্কার করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তিনি বলেছেন, ‘আকাশে গুলি ছোড়া বাদ দিয়ে বরং আল্লাহকে ধন্যবাদ দাও। বুলেটে বেসামরিকদের ক্ষতি হতে পারে, অপ্রয়োজনীয় গুলি করো না।’

তবে তালেবান নেতার এই বক্তব্য লোক দেখানো, রাজনৈতিক বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। আর আন্তর্জাতিক অধিকার কমৃীরা তালেবানের হাতে আফগানের নিয়ন্ত্রণ যাওয়ার পর থেকেই উদ্বিগ্ন। তালেবান নারী-শিশুসহ সর্বোপরি মানবাধিকার হরণ করবে- এমন শঙ্কা তারা আগে থেকেই প্রকাশ করেছিলেন।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। আফগান সরকার কোন প্রতিরোধই গড়তে পারেনি। তবে আফগানিস্তানের সকল প্রদেশ নিয়ন্ত্রণে নিলেও পানমির প্রদেশ নিয়ন্ত্রণে নিতে ওই সময়ের মধ্যে ব্যর্থ হয় তালেবান। তালেবানের ‘ভয়ে’ আফগান প্রেসিডেন্ট রক্তপাত এড়ানোর কথা বলে পালিয়ে গেলেও অটল থাকে তালেবানবিরোধী পানশির প্রদেশ। এরপর ওই প্রদেশটি তালেবান দখলে যুদ্ধ শুরু করে তালেবান। পানশির বিদ্রোহীরাও যুদ্ধ চালিয়ে যায়। শুক্রবার তালেবান দাবি করে, পানশির তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। তবে এই দাবি নাকোচ করেছেন পানশির তালেবান বিদ্রোহীরা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ