শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া ছাত্রীর মৃত্যু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডিতে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকারী শিক্ষার্থী ঈশিতা ইয়াসমিন সিমির (১৯) মৃত্যু হয়েছে। আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের ওই এইচএসসি পরীক্ষার্থী আজ মঙ্গলবার সকাল ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিওতে মারা যান। গত শনিবার রাতে বাসায় গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলো সে। পরে তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ণ ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, ‘তার (ইশিতার) শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন আজ সকালে মারা যায়।’

নিহত ছাত্রীর চাচা মিজানুর রহমান জানান, শনিবার দিনগত রাতে লেখাপড়ার জন্য ঈশিতার মা নার্গিস বেগম রাগারাগি করে ঈশিতার ছোট ছোট ভাই শাকিলকে মারধর করে। এ কারণে অভিমানে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এছাড়া অন্য কোনো কারণ নেই বলেও তিনি জানান।

পরে রাতেই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিহতের বান্ধবী মারজান মেহজাবিন বলেন, ‘যতটুকু জানতে পেরেছি পারিবারিক ও লেখাপড়া বিষয়ে একটু ডিপ্রেশনে ছিল। সে কারণে হয়তো এ ঘটনাটি ঘটাতে পারে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তা জানা নেই।’

ঈশিতা কামরাঙ্গীরচর নোয়াগাঁও গ্রামের মোঃ ইদ্রিসের মেয়ে। তার বাবা গভমেন্ট ল্যাবরেটরি স্কুলের এমএলএসএস কর্মচারী। ঈশিতা পরিবারের সাথে ধানমন্ডি গভমেন্ট ল্যাবরেটরি স্কুলের কোয়ার্টারে থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে সে বড়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ