শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

গাজীপুরে ফিলিং স্টেশনে আগুন: দগ্ধ একজনের মৃত্যু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের বড়বাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারভর্তি কাভার্ডভ্যানে আগুনের ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে একজন মারা গেছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানান সেখানকার আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন।

নিহত ২৬ বছর বয়সী মিঠু মিয়ার বাড়ি মৌলভীবাজার সদরে। আগুনে তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তিনি ওই গাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

আগুনে দগ্ধ আরও চারজন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক আইউব হোসেন।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন বাকি চারজনের মধ্যে মো. আলামিনের শরীরের ৬০ শতাংশ, আনোয়ারুল ইসলামের ৩৫ শতাংশ, সিরাজুল ইসলামের ৭০ শতাংশ এবং মো. পারভেজের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজের একটি কভার্ডভ্যান গ্যাস ভরতে যায়। ওই গাড়িতে শতাধিক খালি সিলিন্ডার ছিল।

গ্যাস ভরার এক পর্যায়ে বিকট শব্দে গাড়িতে আগুন ধরে গেলে মিঠুসহ পাঁচজন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ