বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

গণটিকার দ্বিতীয় ডোজ সেপ্টেম্বরে

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
গণটিকাদান কার্যক্রমের আওতায় করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেয়াদের দ্বিতীয় ডোজ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হতে পারে। এমন আভাস দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
তবে কোথায় কীভাবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে গণটিকার আওতায় টিকা গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ দেয়া হবে, কীভাবে জানানো হবে, সেসব বিষয়ে আজ বুধবার বিকালে এক বৈঠক হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

সকালে কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “দ্বিতীয় ডোজ শুরুর আগে আরও টিকা আসবে। ফলে দ্বিতীয় ডোজ দিতে কোনো সমস্যা হবে না।”

ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের তিন কোটি ডোজ কেনার জন্য গত বছরের শেষ দিকে চুক্তি করেছিল বাংলাদেশ। সেই টিকার প্রথম চালান পাওয়ার পর ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণ টিকাদান শুরু হয়।

কিন্তু সেরাম ইনস্টিটিউট দুই চালানে ৭০ লাখ ডোজ পাঠানোর পর ভারত রপ্তানি বন্ধ করে দিলে টিকার সঙ্কটে পড়ে বাংলাদেশ। পর্যাপ্ত টিকা না থাকায় ২৫ এপ্রিল দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ