শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

গণটিকা : প্রথম ২ ঘণ্টা পঞ্চাশোর্ধদের অগ্রাধিকার 

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর দেশজুড়ে অনুষ্ঠিত হবে গণটিকাদান কর্মসূচি। বিশেষ এই দিনে সকাল নয়টা থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২৬ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে টিকাদান কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৮ তারিখ সকাল থেকে গণটিকাদান কর্মসূচি চলবে। এবারে গণটিকাদান কর্মসূচির ওইদিন ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার টার্গেট ধরা হয়েছে। এই টার্গেট পূর্ণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে একাধিক শিফটে টিকা দেওয়া হবে।

পরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাতে জানানো হয়, টিকাদান কর্মসূচির দিনে প্রথম দুই ঘণ্টা অগ্রাধিকার ভিত্তিতে ৫০ ঊর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী নারী এবং শারীরিক প্রতিবন্ধীদের টিকা প্রদান করা হবে।

তবে ২৮ সেপ্টেম্বরের আগে ২৫ বছর বা তদূর্ধ্ব জনগোষ্ঠীকে এসএমএস’র মাধ্যমে জানানো হবে।

অনেকেই টিকা নিতে নিবন্ধন করে অপেক্ষায় আছেন মাসের পর মাস; তারা কর্মসূচিতে অংশ নিয়ে টিকা নিতে পারবেন কিনা প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা অনেক দিন আগে নিবন্ধন করেছেন কিন্তু টিকা পাননি ও অপেক্ষায় আছেন; তাদের অবশ্যই আমরা অগ্রাধিকার দেবো। আপনারা জানেন, প্রথম দিকে নিবন্ধন একেবারে অনেক বেশি হয়ে গিয়েছিল। যে কারণে আমাদের একটি জট তৈরি হয়েছিল। কোনও কোনও দিন ২০ থেকে ২৫ লাখ লোকের নিবন্ধন হয়েছিল। এখন আমাদের হাতে পর্যাপ্ত টিকা আছে, আর জট থাকবে না।

সেই সঙ্গে নিবন্ধন না করে কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে এলেও টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এই একদিনে কেবল টিকার প্রথম ডোজ দেওয়া হবে আর তার পরের মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ