বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

খুলেছে ঢাবির হল, ফুল-চকলেট দিয়ে বরণ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল। সকাল ৮টা থেকে হলে প্রবেশ করতে শুরু করেছে শিক্ষার্থীরা। দীর্ঘ ১৮ মাস পর শিক্ষার্থীরা হলে ফিরতে পেরে উচ্ছ্বসিত। অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে হলে প্রবেশ করছে। ধীরে ধীরে অন্য বর্ষের শিক্ষার্থীদের হলে প্রবেশের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ কয়েকটি হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।

এদিকে শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। করোনা সংক্রমণ রোধে গত বছরের ২০ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল ঢাবির আবাসিক হল।

হল ব্যবহারে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনাসমূহ:

১। কক্ষের বাইরে আসলে সবাইকে বাধ্যতামূলকভাবে নিয়মিত ও সার্বক্ষণিক সঠিক নিয়মে নাক-মুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে।
২। স্বাস্থ্যবিধি পালনের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।
৩। স্বাস্থ্যবিধি অনুযায়ী পরস্পরের কাছ থেকে কমপক্ষে ১ মিটার (৩ ফুট) শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
হলে উঠছেন ঢাবি শিক্ষার্থীরা, মানতে হচ্ছে যেসব শর্ত
৪। কোনো কক্ষের মেঝেতে শোয়া যাবে না, এক বিছানায় একাধিক ব্যক্তি শোয়া যাবে না। কেবলমাত্র আবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। কোনো বহিরাগত বা বাহির থেকে আসা কাউকে কক্ষে অবস্থান করতে দেয়া যাবে না।
হলে উঠছেন ঢাবি শিক্ষার্থীরা, মানতে হচ্ছে যেসব শর্ত
৫। প্রয়োজন সাপেক্ষে কক্ষে এবং কক্ষের বাহিরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
৬। শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষ এবং কক্ষের প্রয়োজনীয় আশপাশে সবসময় নিজ দায়িত্বে পরিষ্কার-পরিজ্ঞা রাখতে হবে এবং এক্ষেত্রে হল প্রশাসন সহযোগিতা করবে।
৭। হল ডাইনিং, ক্যান্টিন, মেস, দোকান, সেলুন, রিডিংরুম, অডিটোরিয়াম, টিভিরুম, অতিথিকক্ষ, পাঠাগার, মসজিদ ও উপাসনালয়ে ভিড় করা যাবে না। শারীরিক ও সামাজিক দূরত্ব বিধি অনুসরণ এবং মাস্ক ব্যবহার করতে হবে। ডাইনিং-এ পালাক্রমে খাবার খেতে হবে।
৮। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিথিকক্ষে শিক্ষার্থীদের সমাবেশ বন্ধ রাখতে হবে। বেড়াতে ও ঘুরতে যাওয়া থেকে বিরত থাকতে হবে এবং সভা-সমাবেশ, রেস্তোরাঁ, পার্টি ও গণপরিবহন এড়িয়ে চলতে হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ