শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

খায়রুজ্জামানকে মুক্তি দিয়েছে মালয়েশিয়া

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ আজ বুধবার সাবেক বাংলাদেশি হাইকমিশনার খায়রুজ্জামানকে মুক্তি দিয়েছে।

মানবাধিকার সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মালয়েশিয়ার হাইকোর্ট গতকাল তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেয়।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি খায়রুজ্জামানকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আমপাং এ তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়া সরকার জানিয়েছে, বাংলাদেশ থেকে তাকে ফেরত পাঠানোর একটি অনুরোধ এসেছে। কিন্তু তাকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামান (৬৫) ১৯৭৫ সালের জেলহত্যা মামলায় অভিযুক্ত ছিলেন এবং পরে খালাস পান।তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে তিনি মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় ফিরে আসতে বলা হয়। দেশে ফেরা ঝুঁকিপূর্ণ মনে করে তিনি কুয়ালালামপুর থেকে জাতিসংঘের শরণার্থী কার্ড নেন এবং সেখানেই থেকে যান।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে তিনি মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় ফিরে আসতে বলা হয়। দেশে ফেরা ঝুঁকিপূর্ণ মনে করে তিনি কুয়ালালামপুর থেকে জাতিসংঘের শরণার্থী কার্ড নেন এবং সেখানেই থেকে যান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ