শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কালিন্দী ইউডিসি’র মাসব্যাপী ই-সেবা ক্যাম্পেইন সমাপ্ত

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
নানান প্রচার-প্রচারণা ও বিভিন্ন সেবা প্রদানের মধ্য দিয়ে শেষ হলো কালিন্দী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ই-সেবা ক্যাম্পেইন। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) মাসব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইন শেষ হয়।

ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে গত ১০ নভেম্বর শুরু হয়েছিলো ‘ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন’।

এই ক্যাম্পেইনে উদ্যোক্তারা তাদের বিভিন্ন ই-সেবা জনগনের সামনে তুলে ধরেন ও সেবা প্রদান করেন। ই-সেবা ক্যাম্পেইনের সেবাগুলোর মধ্যে ই-টিআইন সনদের আবেদন ও ফি জমা, পাসপোর্টের আবেদন ও ফি জমা, পুলিশ ক্লিয়ারেন্স সনদের আবেদন ও ফি জমা, জন্ম-মৃত্যু নিবন্ধনের আবেদন, নাগরিক সনদের আবেদন, ওয়ারিশ সনদের আবেদন, কোভিড-১৯ ভ্যাকসিনের আবেদন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, ভারতীয় ভিসার আবেদন ও ফি জমাসহ শতাধিক বিষয়ে সেবা প্রদান করা হয়।

কালিন্দী ইউডিসি উদ্যোক্তা মোঃ নাজমুল হক জানান, তিনি জনগনের মাঝে সুন্দরভাবে সেবা প্রদান করে আসছেন এবং ডিজিটাল সেন্টারের ১১ বছরে জনগনের ভালবাসায় তিনি মুগ্ধ। ২০১৮ সালে এটুআই থেকে দেশ সেরা উদ্যোক্তা হিসেবে কক্সবাজার ভ্রমণ ও দেশ সেরা উদ্যোক্তা সনদ লাভ করেন।

ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত মাসব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন’ চলে নভেম্বর মাসজুড়ে । ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা ও ডিজিটাল সেন্টারের সেবা প্রদান কার্যক্রমকে অধিক জনবান্ধব করার লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসক মিলনায়তনে কেক কেটে ১১ বছর পূর্তি উদযাপন ও এই ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং মতবিনিময়।

ঢাকা জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ