বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আজ থেকে উপজেলায় খোলা বাজারে ৩০ টাকা কেজি দরের চাল, আটা ১৮

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে খোলা বাজারে প্রতি কেজি চাল ৩০ এবং প্রতি কেজি আটা ১৮ টাকায় বিক্রি করবে সরকার।

বুধবার (১৯ জানুয়ারি) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খোলা বাজারে চাল ও আটা বিক্রির কথা নিশ্চিত করেছেন।

উপজেলা পর্যায়ে ১ হাজার ৭৬০জন ডিলারের মাধ্যমে এই খাদ্যপণ্য বিক্রি শুরু হবে। এই চালের আমদানি খরচ ৩৬-৩৭ টাকা হলেও ভর্তুকি মূল্যে বিক্রি হবে।

ওএমএসে মানসম্পন্ন চাল বিক্রি হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, চালের মজুত সর্বকালের সর্ববৃহৎ। পচার মতো চাল গোডাউনে নেই। মজুতকৃত চাল মানসম্পন্ন, ফলে মানুষ খাবে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ওএমএস যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সেজন্য জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও অধিদপ্তরে মনিটরিং টিম গঠন করা হয়েছে, জেলা-উপজেলা পর্যায়ে টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, অবৈধ মজুতদার চিহ্নিত করতে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ