শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কামরাঙ্গীরচরে শিশুর মর্মান্তিক মৃত্যু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুরে পানিভর্তি বালতির ভিতরে পড়ে হাফিজা নামের এক বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিশুর বাবা সুমন হোসেন জানান, বিকালে বাসায় বসে সবাই বসে খাবার খাচ্ছিলাম। হঠাৎ হাফিজা হাঁটতে হাঁটতে দরজার বাইরে যায়। সেখানে পাশেই বাথরুমের বালতির পানি রাখা ছিলো। কিছু সময় ধরে হাফিজার কোনও সাড়া-শব্দ পাচ্ছিলাম না। পরে দরজার বাইরে তাকিয়ে দেখি পানিভর্তি বালতির মধ্যে উপড় হয়ে পড়ে আছে হাফিজা।’

তিনি জানান, সেখান থেকে অচেতন অবস্থায় হাফিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে বিকেল পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাফিজা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মগর গ্রামের কাপড় কারখানার শ্রমিক সুমন হোসেনের মেয়ে। দুই বোনের মধ্যে হাফিজা ছিল ছোট। কামরাঙ্গীরচর ১১৫ পশ্চিম রসুলপুর দ্বিতীয় তলা ভাড়া বাসায় থাকে হাফিজার পরিবার।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ