শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কাফনের কাপড়ে শাবি শিক্ষার্থীদের মৌন মিছিল

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
উপাচার্যের পদত্যাগ দাবিতে কাফনের কাপড় পড়ে মৌন মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর হতে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে।

মৌন মিছিলের পূর্বে আন্দোলনকারীদের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘আমাদের সহযোদ্ধারা আমরণ অনশন করে যাচ্ছেন, কিন্তু কেউ অনশন ভাঙেননি। আমাদের অনশনরত ২৩ জনের প্রাণের বিনিময়ে কেউ যদি তার পদ ধরে রাখতে চান তবে তিনি স্বাভাবিক নন। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আমাদের সহযোদ্ধাদের জীবন বাঁচান।

‘তিনি আরও বলেন, ‘এই উপাচার্যের জন্য যদি মরতে হয়, তাহলে শুধু ২৪ জন মরবে না। আমরা হাজারো শিক্ষার্থী তাদের সঙ্গে আছি, আমরাও তাদের পথ বেছে নেব ।’
অনশনের ৭২ ঘন্টা পেরিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ১৫ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। ৮ জন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অনশন করছেন। অন্য এক শিক্ষার্থীর বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে দ্রুত বাড়ি যেতে হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ