শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কাকডাকা ভোরে থানায় খুনী, বললো ‘গ্রেপ্তার করুন’

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে হত্যাকারী স্বামী আত্মসমর্পণ করেছেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে আজ বুধবার ভোরে উপজেলার হোসেনগাঁও গ্রামে নিজ বাড়িতে স্ত্রী রুখসানা বেগমকে (৫৫) হত্যা করেন হবিবুর রহমান নামে এক ব্যক্তি। এরপর ওই ব্যক্তি নিজে থানায় এসে জানান, ‘আমি খুনি, স্ত্রীকে খুন করেছি। আমাকে গ্রেপ্তার করুন।’

পুলিশ জানায়, থানার ডিউটি অফিসার হতভম্ব হয়ে গেলেন। ভাবলেন, লোকটির মাথায় গোলমাল আছে। এরপর খোঁজ নিয়ে দেখা গেলো লোকটির কথা সত্যি। তিনি স্ত্রীকে হত্যা করে থানায় এসেছেন।

যে কারণে ঘটলো খুন

গ্রামবাসী জানান, আজ ভোর পৌঁনে ৫টার দিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেন হাবিবুর রহমান। তিনি তার স্ত্রীকে বিছানা ছাড়তে বলায় তাদের মধ্যে কলহ শুরু হয়।

এক পর্যায়ে হাবিবুর তার স্ত্রীর মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতে রুখসানা বেগম সেখানেই প্রাণ হারান। পরে সকালে থানায় গিয়ে তিনি স্ত্রীকে হত্যার কথা জানান।

এই ঘটনায় নিহতের ভাই নুরুল হক রানীশংকৈল থানায় মামলা করেছেন। তবে, তিনি হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ