শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

করোনার টিকা : সমতা চায় ইন্দোনেশিয়া

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

করোনার টিকা দরিদ্র দেশের সঙ্গে ভাগ করে নিতে ধনী দেশের প্রতি আহ্বান জানিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি করোনা টিকা বন্টনের সমতা আনারও দাবি জানান।

উইদোদো জানান, হাতে গোনা কয়েকটি দেশ সব টিকা পাবে, আর কিছু দেশ নামমাত্র পাবে, এমনটা হওয়া উচিত নয়।

জি-২০ ও কপ-২৬ সম্মেলনের প্রাক্কালে বিবিসিকে সাক্ষাৎকার দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। উভয় সম্মেলনে অংশ নেবেন তিনি। সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে।

জাকার্তার প্রেসিডেন্ট ভবন থেকে ভার্চ্যুয়ালি সাক্ষাৎকার দেন উইদোদো। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবাই সহায়তা করেছে। তবে আমার মতে, এ সহায়তার পরিমাণ যথেষ্ট নয়। এ সংকটের সময় দরিদ্র দেশগুলোকে টিকা পাওয়ার সহায়তায় উন্নত দেশগুলোর এগিয়ে আসা উচিত। যাতে আমরা এ মহামারিকে একত্রে পরাজিত করতে পারি।’

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম। দেশটিতে এমন সময়ও গেছে যে দিনে সর্বোচ্চ ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এটি সরকারি তথ্য। প্রকৃত সংখ্যা আরও বেশি ছিল বলে ধারণা করা হয়। করোনায় ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে জানিয়েছে দেশটির সরকার।

মহামারি শুরুর দিকে উইদোদোর সরকার করোনাকে ততটা গুরুত্ব দেয়নি বলে অভিযোগ আছে।

বিজ্ঞাপন

করোনা মহামারি মোকাবিলায় সরকারের ভুলগুলো বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে স্বীকার করেন উইদোদো। দেশটির স্বাস্থ্যসেবা কাঠামোর দুর্বলতার কারণে ইন্দোনেশিয়া করোনা মোকাবিলা হিমশিম খেয়েছে বলে দাবি করেন তিনি।

উইদোদো বলেন, ‘আমাদের হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হয়ে গিয়েছিল। হাসপাতালগুলো আর চাপ নিতে পারছিল না। এর কারণে আমাদের দেশে করোনায় এত মানুষের মৃত্যু হয়েছে।’

ইন্দোনেশিয়ার করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। সরকারি তথ্য অনুসারে, দেশটিতে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা এখন নিম্নমুখী। দেশটিতে করোনার টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ১০ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। দেশটির মোট জনসংখ্যার ৩০ শতাংশ পূর্ণ ডোজ টিকা পেয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ