শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কম ভাড়ায় শিক্ষার্থীদের চলা নিশ্চিত করা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমরাও অর্ধেক ভাড়ায়ই চলেছি। তারাও চলত। হঠাৎ করে কেন বন্ধ হয়েছে তা আমার জানা নেই। শিক্ষার্থীদের সড়ক আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত মুক্তিযুদ্ধে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেরিলা অপারেশনে অংশ নেওয়া ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধাদের একটি সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি-দাওয়াগুলো আলোচনার মাধ্যমে শেষ হবে। গাড়ি ভাঙচুর, অবরোধ না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক অবরোধ হলে নানাবিধ ক্ষতি হয়। যেমন অসুস্থ রোগীরা বাধাপ্রাপ্ত হয়, ফ্লাইট ধরতে অসুবিধা হয়, পরীক্ষার্থীদের অসুবিধা হয়। তাদের দাবিগুলো সরকার সিরিয়াসলি দেখছে। এ বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ