শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব ৮ নভেম্বর শুরু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
প্রতিবছরের মতো এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে অপরাধ বিষয়ক পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষতায় আগামী ৮ নভেম্বর শুক্রবার ‘২য় ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব ২০২১’ শুরু হতে যাচ্ছে। ইনডোর ও আউটডোর পদ্ধিতে এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৫ অক্টোবর) দুপুরে ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবপূর্ব সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্রীড়া উৎসবের ইনডোর গেমসে থাকছে দাবা, ক্যারম, কলব্রিজ, ইন্টারন্যাশনাল ব্রিজ, শুটিং। আউটডোরে থাকছে মিনি ম্যারাথন, ফুটবল এবং ক্রিকেট টূর্নামেন্ট। ইনডোর গেমসে দাবা, ইন্টারন্যাশনাল ব্রিজ, কলব্রিজ ক্র্যাব কার্যালয়ে হবে। ক্যারম খেলা হবে ক্যারম ফেডারেশনে। ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পল্টন মাঠে। ইতোমধ্যে এসব টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন শেষ হয়েছে। এসব টুর্ণামেন্টে ক্র্যাবের প্রায় ৩শ সদস্য অংশগ্রহণ করছেন।

ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। তিনি বলেন, ওয়ালটন হাইকেট ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ক্র্যাবের ক্রীড়া উৎসবের অংশিদার হিসেবে কাজ করবে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনেও ওয়ালটন সব সময় পৃষ্ঠপোষকতা করে আসছে। তারই ধারাবাহিকতায় ক্র্যাবের ক্রীড়া উৎসবে ওয়ালটন পাশে দাড়িয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, সাবেক সভাপতি এস এম আবুল হোসেন, সহ-সভাপতি নিত্য গোপাল তুতু। সংবাদ সম্মেলনে টুর্ণামেন্টের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু।

সংবাদ সম্মেলনে ক্র্যাব সভাপতি মিজান মালিক বলেন, ক্র্যাবের ক্রীড়া উৎসবে ওয়ালটন আমাদের পাশে দাঁড়িয়ে ক্র্যাব সদস্যদের খেলাধুলার মানোন্নয়নে ভুমিকা রেখেছে। ওয়ালটন দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছে। ওয়ালটন ক্র্যাবের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আগামী দিনগুলোতেও ওয়ালটন ক্র্যাবের পাশে থাকবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ