শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ওমিক্রনের বিস্তার রোধে বিশ্বব্যাপী ফ্লাইট বন্ধের পরিকল্পনা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

বিশ্বের প্রায় সব প্রান্তে দ্রুতই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। পশ্চিমে কানাডা থেকে পূর্বে অস্ট্রেলিয়ায় শনাক্ত হয়েছে ওমিক্রন। তাই, বিশ্বব্যাপী ফ্লাইট বন্ধের পরিকল্পনা আবারও আলোচনায় এসেছে।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের সংবাদে বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে নতুন শঙ্কা। আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়ে।

করোনা মহামারির কারণে প্রায় ২ বছর ধরে বিশ্ব-বাণিজ্যে স্থবিরভাব বিরাজ করছে। এটি কাটিয়ে ওঠার চেষ্টায় যখন দেশগুলো ধীরে ধীরে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, ঠিক তখনই করোনার নতুন ভ্যারিয়েন্টের বিস্তারে বিশ্বব্যাপী দেখা দিয়েছে নতুন সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, ওমিক্রনের তীব্রতার মাত্রা সম্পর্কে তথ্যের ঘাটতি থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও ‘বেশ কয়েকদিন বা কয়েক সপ্তাহ’ লেগে যেতে পারে। আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, দক্ষ শ্রমিক ও শিক্ষার্থীদের জন্যে তার দেশের দরজা আগামী ১ ডিসেম্বর থেকে খুলে দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল তা পুনর্বিবেচনা করা হবে। সংবাদমাধ্যম নাইন নিউজকে তিনি বলেন, সবাইকে শান্ত থেকে ওমিক্রন সম্পর্কে সঠিক তথ্য পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি জানান, সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে আগামী বুধবার অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তা প্যানেলের বৈঠক হবে।

এ ছাড়াও, জি৭ এর স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

ধারণা করা হচ্ছে—অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রনকে বেশি সংক্রামক হতে পারে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের শনাক্ত করা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ