শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ওমিক্রনে দেশে ফেরা কঠিন হচ্ছে নারী ক্রিকেটারদের

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

আফ্রিকার দেশে দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। এদিকে, ভাইরাসটির কারণে জিম্বাবুয়েতে আটকে পড়া নারী ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আফ্রিকার সঙ্গে একে একে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করছে বিশ্বের অধিকাংশ দেশ। তবে আশা করা হচ্ছে, জিম্বাবুয়ে থেকে চার্টার্ড ফ্লাইটে প্রথমে মধ্যপ্রাচ্যে যাবে নারী ক্রিকেট দল। সেখান থেকে আজ সোমবার (২৯ নভেম্বর) দেশে ফেরার কথা তাদের। আইসিসির র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আর এ কারণেই ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল সালমা খাতুন, জাহানারা আলমরা।

এদিকে, অতি সংক্রমণ ভাইরাসের এ ধরন থেকে বাংলাদেশকে রুখতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, কঠোরভাবে পালন করা হোক ক্রিকেটারদের কোয়ারেন্টাইন প্রক্রিয়া। বিসিবি বলছে এ ব্যাপারে সরকারের সবধরনের নির্দেশাবলী মানতে বাধ্য তারা।প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়ে জ্যোতির দল গড়েছে ইতিহাস। এবার রুমানা-সালমাদের দেশে ফেরার পালা। আফ্রিকার সঙ্গে বিশ্বের অধিকাংশ দেশ সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করছে। বাংলাদেশের করোনা পরামর্শক কমিটি থেকেও এসেছে একই মতামত। তবে কি দেশে ফেরার পথ কঠিন হচ্ছে নারী ক্রিকেটারদের? জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, দেশে ফেরার পর কঠোর হতে হবে নারী ক্রিকেটারদের কোয়ারেন্টাইন পর্ব।

জনস্বাস্থ্য বিশ্লেষক ডা. শেখ মইনুল খোকন বলেন, ওমিক্রন ঠেকাতে আমাদের নারী ক্রিকেটারদের মধ্যবর্তী একটি দেশে কোয়ারেন্টাইনে রাখা হয়ত ঠিক হবে না। কিন্তু তারা দেশে আসলে তাদেরকে সাতদিন বা ১৪ দিন পর্যবেক্ষণে রাখতে হবে। তারপর পরীক্ষা নিরীক্ষা করে স্বাভাবিক জীবনে ফেরত পাঠাতে হবে। তবে সবচেয়ে ভালো হবে যদি ২৮ দিন যথাযথ পর্যবেক্ষণে রাখা যায়।করোনার গেল তিন ঢেউয়ে বিপর্যয় দেখেছে বাংলাদেশ। তাই এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। নারী উইংয়ের চেয়ারম্যান বলছেন, গোটা প্রক্রিয়া সমন্বয় করা হবে সরকারের সঙ্গে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ