শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

উদ্ধার কিশোরীরা ধর্ষণের শিকার, ঘর ছেড়েছিলো অভিমানে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
মিরপুর থেকে নিখোঁজের পর উদ্ধার ৪ শিক্ষার্থীর দুজন পালাক্রমে ধর্ষিত হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। ওই শিক্ষার্থীরা এ তথ্য পুলিশকে জানালে সন্দেহভাজন তিন ধর্ষককে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) সদরঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

অন্যদিকে একই ঘটনায় নিখোঁজের পর উদ্ধার অপর দুই স্কুল ছাত্রীও ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তবে তারা নেত্রোকোনায় উদ্ধার হওয়ায় সেখান থেকে তাদের ঢাকায় আনা হচ্ছে। সরাসরি জিজ্ঞাসাবাদের পর ধর্ষণের বিষয় নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার বিকেলে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাইফুল ইসলাম বলেন, মূলত বাবা-মায়ের সঙ্গে অভিমান করে তারা বাসা থেকে বের হয়। পরে তাদের প্রলোভন দেখিয়ে নিয়ে যায় গ্রেপ্তার তিন যুবক। এরপর মিরপুরের একটি বাসায় আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের আলামত পাওয়ায় ওই দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিসে (ওসিসি) পাঠানো হয়েছে।

জানা গেছে, ২৯ সেপ্টেম্বর মিরপুরের পাইকপাড়ার বাসা থেকে সপ্তম ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী অভিমান করে বাসা থেকে বের হয়ে কিছুদূর আসলে আরমান, সাব্বির ও আল-আমিন নামের তিন যুবক তাদের ফুসলিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তাদের ইচ্ছার বাইরে একটি বাসার ভেতর আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। মঙ্গলবার ভোরে তাদের লঞ্চে করে বরিশাল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো তারা। এ সময় সদরঘাটে পুলিশের কাছে ধরা পড়ে।

ওই তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৬ অক্টোবর) আদালতে হাজির করে রিমান্ড চাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

পুলিশ আরো জানায়, ওই দুই শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী ছিল। এ নিয়ে বাবা-মা মাঝেমধ্যেই গালমন্দ করতো। এক পর্যায়ে অভিমান করে নিজেদের ভেতরে আলাপ-আলোচনা করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ