শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

উখিয়ায় আরসা কমান্ডারের ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
অপহৃত এক রোহিঙ্গাকে উদ্ধার অভিযানে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারের ভাইকে আটকের দাবি করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. শাহ আলী। তার ভাই আরসার প্রধান নেতা আতাউল্লাহ।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের প্রত্যাবাসনপন্থী নেতা মুহিবুল্লাহসহ গত বছরের অক্টোবরে হওয়া ছয় খুনে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে আতাউল্লাহর বিরুদ্ধে। রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় এখন সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয় এই আরসাকে।

আজ রোববার ভোরে উখিয়ার মধুরছড়া আশ্রয়শিবিরের একটি আস্তানা থেকে শাহ আলীকে আটক করা হয়। এ সময় একটি অস্ত্র, এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোহিঙ্গা শিবিরের দায়িত্বে নিয়োজিত এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, গতকাল শনিবার বিকেলে সন্ত্রাসীরা একজন রোহিঙ্গাকে অপহরণ করেন। খবরটি জানার পর এপিবিএন রোহিঙ্গাকে উদ্ধারে তৎপর হয়। ড্রোনের মাধ্যমে অপহৃত ব্যক্তিকে রাখার আস্তানাও শনাক্ত হয়।

নাঈমুল হক জানান, আজ ভোরে তার নেতৃত্বে এপিবিএনের একাধিক দল ক্যাম্প-৬–এর নৌকারমাঠ আশ্রয়শিবির ঘিরে অভিযান শুরু করে। একপর্যায়ে একটি আস্তানা থেকে অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় শাহ আলীকে। তিনি আরও জানান, রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ এবং আলোচিত ছয় রোহিঙ্গা হত্যা মামলার সঙ্গে শাহ আলীর সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরসা কমান্ডার আতাউল্লাহর সঙ্গে যোগাযোগ আছে বলে স্বীকার করেছেন শাহ আলী।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ