সোমবার | ২৩ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ইভ্যালির রাসেল-শামীমা তিন দিন রিমান্ডে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (চেয়ারম্যান) তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাদের ১০ দিন রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই ওহিদুল ইসলাম।

আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম. মনিরুজ্জামান আসাদ ও জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু।

শুনানির সময় কাঠগড়ায় রাসেলের সাথে অন্য মামলার পুরুষ আসামি থাকার কারণে তার স্ত্রীকে সেখান থেকে নামিয়ে বেঞ্চে বসানো হয়।

আদালতে শুনানি শুরু হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী আদালত থেকে সময় চান মামলার এজাহারের কপি পড়ার জন্য।

আদালত বলেন, ‘আপনার দায়িত্ব মামলার কপি নিয়ে এসে শুনানি করা। আমার দায়িত্ব শুনানি শোনা। এখন কেন মামলার কপি চাইছেন? আপনাকে সময় দিতে আমার আপত্তি নেই, তবে এটা দৃষ্টিকটু দেখায়।’

পরে আদালত রাষ্ট্রপক্ষের কাছ থেকে একটি মামলার কপি দেখার সুযোগ দেন। মাঝের এই সময়টাতে অন্য মামলার শুনানি চলে।

বৃহস্পতিবার রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। এই মামলা হওয়ার পর বিকেলেই রাসেলকে আটক করে র‌্যাব।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ