সোমবার | ২৩ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ই-কমার্স প্রতারণা : আরজে নীরব রিমান্ডে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ই-কমার্স প্ল্যাটফর্ম কিউকমের বিপণন প্রধান রেডিও জোকি (আরজে) নীরব (হুমায়ুন কবির নীরব) গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। আজ শুক্রবার আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের এডিসি হাফিজ আল ফারুক।

এর আগে অনলাইনে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে কিউকম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গত ৩ অক্টোবর গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। উল্লেখ্য, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি অভিযান চালিয়ে ইভ্যালি, ই-অরেঞ্জসহ বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে গ্রাহকের অর্থ লোপাটের ভয়াবহ চিত্র। অভিযোগ রয়েছে, ই-অরেঞ্জ ১ হাজার ১০০ কোটি, ইভ্যালি ৯৫০ কোটি, ধামাকা ৭৫০ কোটি, নিরাপদ ৭৮ কোটি, এসপিসি ২৬৮ কোটি, দালাল প্লাস ২০০ কোটি, কিউকম ৪০০ কোটি এবং সিরাজগঞ্জ শপ গ্রাহকের ৪৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ