শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আসাদ-আমিনির ব্যাটে ছুটছে পিএনজি

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
শুরুতেই আঘাত হেনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন ওমান পেসার বিলাল খান। তারই পদাঙ্ক অনুসরণ করে পরের ওভারেই উইকেট তুলে নেন আরেক বোলার কালিমুল্লাহ। যাতে শূন্য রানেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাপুয়া নিউগিনি। তবে অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনির ব্যাটে প্রাথমিক ওই বিপর্যয় কাটিয়ে এখন বড় লক্ষ্যেই ছুটছে দলটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাথমিক বিপর্যয় সামলে ১০ ওভারে ৭০ রান তুলেছে দ্বিতীয় ওভারেই ক্রিজে আসা নতুন এই দুই ব্যাটার। অধিনায়ক আসাদ ভালা ৩২ রানে এবং চার্লস আমিনি ৩৪ রানে অপরাজিত আছেন।এর আগে বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে মূল টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে স্বাগতিক ওমান। নিজেদের ভূমিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চাইছে দেশটির ক্রিকেট দল।

সেই লক্ষ্যে টস জিতে পাপুয়া নিউগিনিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ইনিংসের চতুর্থ বলেই উইকেট তুলে নেয় স্বাগতিকরা। সেইসঙ্গে এবারের বিশ্বকাপে প্রথম আঘাত হেনে ইতিহাসে নাম লেখালেন বিলাল খান।

প্রতিপক্ষের ওপেনারকে বোল্ড করে বিলাল খান ইতিহাস গড়লে পিছিয়ে থাকেননি আরেক স্ট্রাইক বোলার কালিমুল্লাহ। তিনিও নিজের তৃতীয় বলেই বোল্ড করেন পাপুয়া নিউগিনির আরেক ওপেনারকে। যাতে শুন্য রানেই দুই ওপেনার টনি উরা (০) এবং লেগা সাইকাকে (০) হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওশেনিয়ার দ্বীপদেশটি।পাপুয়া নিউ গিনি একাদশ:
টনি উরা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সাইকা, নরম্যান ভানুয়া, সেস বাউ, সাইমন আতাই, কিপলিন ডোরিগা (কীপার), নোসাইনা পোকানা, ডেমিয়েন রাভু, কাবুয়া মোরিয়া।

ওমান একাদশ:
যতিন্দর সিং, খাওয়ার আলী, আকিব ইলিয়াস, জীশান মাকসুদ (অধিনায়ক), নাসিম খুশি (কীপার), মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দীপ গৌড়, কালিমুল্লাহ, বিলাল খান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ