শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
প্রায় দুই বছর পর আর্জেন্টিনা দলে ডাক পেলেন জুভেন্টাসের স্ট্রাইকার পাওলো দিবালা। বিশ্বকাপের বাছাই পর্বের জন্য লিওনেল স্কালোনি যে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন সেখানে নাম রয়েছে দিবালার।

২০১৯ কোপা আমেরিকায় শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন দিবালা। যদিও চোটের জন্য খেলা হবে না সের্জিও আগুয়েরোর।

লিওনেল মেসির ক্যাপ্টেনসিতে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসানের সঙ্গেই মেসির দেশের হয়ে ট্রফির খরা কেটেছে। কোপা জয়ী পুরো টিমটাই মোটামুটি ধরে রেখেছেন স্কালোনি। কাতার বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার সামনে তিনটি ম্যাচ রয়েছে ব্যাক-টু-ব্যাক। আগামী ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মেসি-ডি মারিয়ারা, ৬ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের সামনে তারা এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি আর্জেন্টিনা।

৩০ জনের প্রাথমিক দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, এরমান পেজ্জেলা, হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি,লুকাস মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা ও নিকোলাস ট্যাগলিয়াফিকো।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এক্সেকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রড্রিগেজ, নিকোলাস ডমিনগুয়েজ, জিওভান্নি লো চেলসো, আলেহান্দ্রো গোমেজ, আনহেল ডি মারিয়া।

ফরোয়ার্ড: আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, হোয়াকুইন কোরেয়া, নিকোলাস গঞ্জালেস, এমিলিয়ানো বুয়েনদিয়া, লাওতারো মার্টিনেজ, লিওনেল মেসি ও পাওলো দিবালা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ