শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আরও ৫৪ লাখ টিকা ঢাকায়

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
চীন থেকে কেনা সিনোফার্ম’র ৫৪ লাখ ডোজে টিকার আরেকটি চালান ঢাকায় পৌঁছেছে।

শুক্রবার দিনগত রাত পৌনে একটার দিকে চীনের বেইজিং থেকে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে ওই টিকা সংরক্ষণাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আজ শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এসব তথ্য জানান।

গত ৩ জুলাই বাণিজ্যিক চালান শুরুর পর এ নিয়ে ছয়টি চালানে ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ সিনোফার্ম টিকা বাংলাদেশে এল।

চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টসের সঙ্গে বাংলাদেশ সাড়ে সাত কোটি টিকা কেনার চুক্তি করেছে।

এ ছাড়া চীন কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ৪০ লাখ সিনোফার্ম টিকা উপহার দিয়েছে। এর আগে সরাসরি উপহার দেয় আরও ২১ লাখ সিনোফার্ম টিকা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ