শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আর সেবা দেবে না অ্যালেক্সা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় ওয়েবসাইট র্যাঙ্কিং সিস্টেম অ্যালেক্সা ডট কম বন্ধ করে দিচ্ছে অ্যামাজন। আগামী ১ মে থেকে এ প্ল্যাটফর্মে আর পাওয়া যাবে না সেবা। গতকাল বুধবার (৮ ডিসেম্বর) এক বার্তায় এ কথা জানায় প্রতিষ্ঠানটি।

এক ব্লগ পোস্টে অ্যালেক্সা জানায়, আগামী ১ মে বন্ধ করা হবে ২৫ বছরের প্রতিষ্ঠানটি। আড়াই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে অ্যামাজন এ কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

এতে আরও জানানো হয়, বুধবারের (৮ ডিসেম্বর) পর নতুন করে অ্যালেক্সার সাবস্ক্রিপশন নেওয়া যাবে না। তবে যাদের দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা আগামী ১ মে তার সুবিধা পাবেন। বন্ধ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, ওয়েবসাইট অ্যানালিসিসের উদ্যোগ নিয়ে ১৯৯৬ সালে একটি স্বাধীন কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে অ্যালেক্সা ইন্টারনেট। ১৯৯৯ সালে অ্যামাজন এ কোম্পানি অধিগ্রহণ করে। অ্যালেক্সার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ