শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আমদানি ব্যয় বেড়েছে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের ধকল কাটার পর দেশের আমদানি খরচ প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৫৪ শতাংশ। এর মধ্যে শুধু নভেম্বরে খরচ বেড়েছে ৬৩ শতাংশ। এখন যে আমদানি খরচ হচ্ছে, তা যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ব্যাংকার ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা যায়, উচ্চ হারে আমদানি ব্যয় বৃদ্ধির তথ্যে দুই ধরনের বার্তা আছে। প্রথমত, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। দ্বিতীয়ত, করোনার পর ক্রয়াদেশের চাপ সামলাতে নতুন নতুন কারখানা স্থাপনের জন্য মূলধনি যন্ত্রপাতির আমদানি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে সার্বিক আমদানিতে। আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়াকে বিশ্লেষকেরা অর্থনীতি ঘুরে দাঁড়ানোর লক্ষণ বলে অভিমত দেন। তবে এত এত আমদানির নামে বিপুল পরিমাণ ডলার ব্যয়ের আড়ালে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই-নভেম্বর ৫ মাসে ৩ হাজার ৩৬৮ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। এর আগের বছরের একই সময়ে আমদানিতে খরচ হয়েছিল ২ হাজার ১৮৮ কোটি ডলার। আর ২০১৯-২০ সালের জুলাই-নভেম্বর সময়ের আমদানি ব্যয় ছিল ২ হাজার ৩৯৯ কোটি ডলার।

চলতি অর্থবছরের প্রথম ৫ মাসের আমদানিতে পেট্রোলিয়াম ও পেট্রোলিয়াম পণ্যে ১০১ শতাংশ, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালে ৪৮ শতাংশ করে এবং মূলধনি যন্ত্রে ৩০ শতাংশ ব্যয় বেড়েছে। পাশাপাশি বিদেশি ওষুধের আমদানি খরচও বেশ বেড়েছে।

এদিকে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় দেশে মার্কিন ডলারের চাহিদা বেড়ে গেছে। সদ্য বিদায়ী ২০২১ সালে ব্যাংকিং চ্যানেলে প্রতি ডলারের দাম বেড়েছে ১ টাকা। ব্যবসায়ীদের এখন প্রতিটি ডলার কিনতে হচ্ছে ৮৫ টাকা ৮০ পয়সায়। তবে খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে। এদিকে ডলারের চাহিদা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়েছে। এতে রিজার্ভ কমছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ