শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আবৃত্তিশিল্পী হাসান আরিফ লাইফ সাপোর্টে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের শারীরিক অবস্থা সংকটাপন্ন। করোনাক্রান্ত হয়ে গত ২ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর আইসিউতে থাকা অবস্থায় আজ শনিবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানান হাসান আরিফের ঘনিষ্ঠজন সংস্কৃতিকর্মী নাসির উদ্দীন ইউসুফ।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘হাসান আরিফের শারিরীক অবস্থা খুব একটা ভালো নেই। আজ (শনিবার) সকালে তার হার্ট অ্যাটাক হয়েছে। তার হৃদস্পন্দন ভালোভাবে কাজ করছেনা। আগামীকাল (রোববার) একটা সিদ্ধান্তে আসবে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। এখন প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই।’

হাসান আরিফ হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) রয়েছেন বলেও জানান তিনি।

গত ২ ডিসেম্বর করোনা শনাক্ত হওয়ার পর দিন হাসান আরিফকে হাসপাতালে নেয়া হয়। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও দেশের বরেণ্য আবৃত্তিশিল্পী হিসেবে পরিচিত।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ