শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আপনার প্রোফাইল গোপনে কে দেখছে?

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সকলের কাছেই গুরুত্বপূর্ণ। প্রায় সব ইন্টারনেট ব্যবহারকারীর কাছেই রয়েছে একটি ফেসবুক প্রোফাইল। আপনি নিজেই তো অনেকের ফেসবুক প্রোফাইলে চুপচাপ ঘুরে আসেন। তেমনি আপনার প্রোফাইলেও অনেকে ঢুঁ মারেন, অথচ আপনি টেরই পান না। টের পাবেনই বা কীভাবে, আপনি হয়তো সবচেয়ে সহজ ও নিরাপদ উপায়টুকু জানে না।

ফেসবুকের কোন ব্যবহারকারী প্রোফাইল ভিজিট করেন, এটা জানতে অনেকে থার্ডপার্টি অ্যাপের নিকট দ্বারস্থ হয়ে থাকেন। এটা ভুল পদ্ধতি। এতে অনেক সময়ই ফলাফল ঠিক আসে না। তাছাড়া এসব অ্যাপ ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে চলে যেতে পারে।

ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করে আপনি যেভাবে জেনে নিতে পারবেন আপনাকে নজরে রাখা অ্যাকাউন্টগুলোর তালিকা-

* প্রথমে ফেসবুকে লগ-ইন করে আপনার প্রোফাইলে প্রবেশ করুন। এবার মাউসের ডান বাটন ক্লিক করলে View Page Source অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে নতুন ট্যাবে কোড ভর্তি পুরো একটি পেজ পাবেন।

* নতুন ট্যাবে গিয়ে Ctrl + F চেপে সার্চ অপশন বের করুন। সেখানে BUDDY_ID লিখে সার্চ দিন।

* এবার BUDDY ID ট্যাগের ডান পাশে ১৫ অংকের কোড দেখা যাবে। এই কোডই হলো আপনার প্রোফাইল ভিজিট করা অ্যাকাউন্টগুলোর প্রোফাইল আইডি।

* এবার facebook.com সাইটে গিয়ে লিংকের পাশে স্ল্যাশ (/) চিহ্ন দিয়ে ১৫ অঙ্কের কোডটি পেস্ট করে কী বোর্ডের এন্টার বাটন চাপুন। ব্যস, আপনার চোখের সামনেই ওই আইডি, যেটা প্রথমে আসবে সেটাই সবচেয়ে বেশি নজরে রাখে আপনাকে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ