শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আন্দোলনরত শিক্ষার্থীদের ফোনে হুমকির অভিযোগ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কিছু শিক্ষক ফোনে তাদেরকে হুমকি দিচ্ছেন। আজ বৃহস্পতিবার ( ২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য এলে আন্দোলনরত শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোষাধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার জন্য সব বিভাগের শিক্ষকরাই ফোনে তাদের সঙ্গে কথা বলছেন। এর মধ্যে যদি বিচ্ছিন্নভাবে কোনো শিক্ষক তাদের এরকম কিছু বলে থাকেন, তাহলে শিক্ষার্থীরা আমাদের নির্দিষ্টভাবে জানালে আমরা ব্যবস্থা নেব।

এদিকে গত রোববার ( ১৬ জানুয়ারি) শিক্ষার্থীদের ওপর পুলিশী অ্যাকশন এবং পরবর্তীতে এ ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেদিনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কোনো মামলা করেনি। পুলিশ একটি মামলা দায়ের করেছে। আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার জন্য জানিয়েছি। তারাও আশ্বস্ত করেছেন যে এ মামলায় কোনো শিক্ষার্থীকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ