শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

অবশেষে সমঝোতা, বরিশালে স্বস্তি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
অবশেষে সমঝোতা হলো বরিশালের ঘটনার। ঘটনাটি রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি করেছিল। টানাপড়েন সৃষ্টি করেছিল প্রশাসন ও রাজনীতির মধ্যে।
রবিবার রাতে বরিশাল বিভাগীয় কমিশনারের বাসভবনে সমঝোতা বৈঠক হয়।

বৈঠকে মামলা প্রত্যাহার করতে উভয়পক্ষ একমত হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
তিনি বলেন, উভয়পক্ষের আন্তরিক আলাপ-আলোচনার মধ্য দিয়ে ঘটে যাওয়া বিরোধ নিষ্পত্তি হয়েছে।
বৈঠক শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, বৈঠকে মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে। ভুল বোঝাবুঝি থেকে ওই ঘটনা হয়েছে বলে উভয়পক্ষ তাদের আলোচনায় দাবি করেন। এ ধরনের ঘটনা আগামীতে যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকার কথাও উল্লেখ করা হয়।
বৈঠকে বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, ডিআইজি এসএম আকতারুজ্জামান, মহানগর পুলিশ কমিশনার মো. সাহাবুদ্দিন খান ও জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

তবে ইউএনও মো. মুনিবুর রহমান ও সদর থানার ওসি নুরুল ইসলাম উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
এদিকে রবিবার ইউএনও ও পুলিশের দায়ের করা মামলায় ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই ঘটনা গত কয়েকদিনের সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়েও বিষয়টি নিয়ে জোর আলোচনা হয়।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম অবশ্য শান্তির বার্তা শোনান। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, বরিশালের ঘটনাটি ‘ভুল বোঝাবুঝি’ থেকে হয়েছে। তার মতে, এটা অচিরেই মিটে যাবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ