বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ওমানের মুদ্রা দেখিয়ে যেভাবে প্রতারণা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ওমানের মুদ্রা দেখিয়ে অভিনব প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হচ্ছেন- আল আমিন (৩৫) এবং মোঃ শাহজাহান সিরাজ (৪৬)।

শনিবার উত্তরা পশ্চিম থানা এলাকার খালপাড়স্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুরে পিবিআই এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম জানান, গত ২৩ অগাস্ট সাভারের লুতফর রহমান নামে এক ব্যাক্তি তার বাসা থেকে বের হয়ে ব্যাংক কর্মকর্তা ভাইয়ের কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে দুই লাখ টাকা নেন। ফেরার পথে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় এক সিএনজি অটোরিক্সা চালক তাকে ডেকে কয়েকটি বিদেশী মুদ্রা দেখিয়ে বলেন, ‘এগুলো কোথায় ভাঙ্গানো যাবে এবং কত টাকা পাওয়া যাবে?’।”

এসময় দুইজন সেখানে এসে নিজেদের একজন ব্যাংক কর্মকর্তা এবং মানি একচেঞ্জ ব্যবসার সাথে জড়িত বলে জানায় উল্লেখ করে পুলিশ সুপার খোরশেদ আলম জানান, “পূর্ব পরিকল্পিতভাবে ওই দুইজন ওমানের মুদ্রাগুলো দেখে অত্যান্ত দামি এবং তাদের একজন ৪টি মুদ্রা ৪০ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে লুতফর রহমানকে কেনার জন্য প্রলুদ্ধ করে।”

লুতফর রহমান এক পর্যায়ে তার কাছে থাকা দুই লাখ টাকা দিয়ে ২০টি ওমানের মুদ্রা কিনে নেয়।

পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হলে পিবিআই তদন্তের দাযিত্ব নিয়ে পাঁচ দিনের মাথায় তাদের গ্রেপ্তার এবং বেশ কিছু ওমানের মুদ্রা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।

তিনি বলেন, “গ্রেপ্তারের পর তারা এই ঘটনা ছাড়াও আরো এধরণের প্রতারণা করে লাখ লাখ টাকা আয় করার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে বেশ কিছু ওমানি মুদ্রা করা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ