শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ৫০ কি.মি যানজট

spot_img
spot_img
spot_img

আবু হেনা রাসেল
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা সেতুর কিছু অংশ ভেঙে যাওয়া ও সেখানে মাত্র একপাশ দিয়ে যান চলাচল করছে। ফলে সিরাজগঞ্জের সব সড়কে যানজট দেখা দিয়েছে। এতে জেলার ৫০ কিলোমিটারও বেশি মহাসড়কজুড়ে যানজট রয়েছে। ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ যাত্রী ও অন্তত ২০ হাজারের বেশি ছোট বড় যানবাহন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, যানজট একদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে নলকা সেতু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পেড়িয়ে বগুড়ার দিকে, ঢাকা-রাজশাহী মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর সেতু পার হয়ে নাটোরের দিকে ও ঢাকা-পাবনা মহাসড়কেও এই যানজট ছড়িয়ে গেছে। এতে কম করে ৫০ কিলোমিটার মহাসড়কে যানজট রয়েছেবিষয়টি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে গোলচত্বর এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রফিকুল ইসলাম। তিনি বলেন, যানজটের কারনে একদিকে টাঙ্গাইল ও অন্যদিকে নাটোর-বগুড়া জেলার মধ্যে পৌঁছে গেছে। তবে আমরা যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

এদিকে গতকাল রাত ২টা থেকে এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে হাজার হাজার যানবাহন। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন লাখো যাত্রী। ভোগান্তি পৌঁছে গেছে চরমে।

ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে গতকাল রাত ২টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের হাটিকুম্বল এলাকায় আটকে পড়েছেন স্কুলছাত্রী মারিয়াম ও তার মা মনিরা ইয়াসমিন মনা। তিনি (মারিয়াম) ক্র্যাবনিউনকে জানান, ‘রাত ২টার দিকে এখানে বাস দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আমরা ‘হাটিকুম্বলেই’ ছিলাম। পরে সোয়া ১১টার দিকে বাস ছাড়ে। তিন আরো বলেন, আমরা ঢাকা থেকে শ্যামলী পরিবহনে করে বগুড়ায় যাচ্ছি। দীর্ঘ সময় বাসে থাকায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ