শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কাদেরের অপরাধের দায় মুসা এড়াতে পারেন না : ডিবি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আব্দুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আলোচিত ধনকুবের মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

গত রোববারই মুসা বিন শমসেরকে ডেকেছিল ডিবি। কিন্তু তিনি যাননি। পরিবর্তে তার ছেলে আইনজীবী জুবি মুসা ডিবি কার্যালয়ে যান। তবে তিনি সব প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে জানায় ডিবি।

আজ সন্ধ্যায় জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ। তিনি সাংবাদিকদের বলেন, ব্যবসায়ী মুসা বিন শমসের প্রতারক আব্দুল কাদের মাঝির অপরাধের দায় এড়াতে পারেন না। তিনি প্রতারক কাদেরকে তার আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁকে ২০ কোটি টাকার চেক দিয়েছেন। তাকে ‘বাবা’, ‘সোনা’ বলেও ডাকতেন। তাঁর সঙ্গে আব্দুল কাদেরের বহুবার যোগাযোগের প্রমাণ মিলেছে।

মুসা বিন শমসেরকে প্রয়োজনে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছে ডিবি সূত্র।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ