শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ক্ষমতা পেয়ে যা করলেন একদিনের ডিসি

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
নানা আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রামের দশম শ্রেণি পড়ুয়া ইসরাত জাহান ইতি ‘একদিনের জেলা প্রশাসক (ডিসি)’ হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেন।

প্রতীকী জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুড়িগ্রামের জেলা প্রশাসক রেজাউল করিম

সোমবার (১১ অক্টোবর) জেলা প্রশাসক রেজাউল করিম তার পাশের আসনে বসিয়ে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতীকি জেলা প্রশাসককে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও জেলা শিশু টাস্কফোর্সের সদস্যবৃন্দ।

দায়িত্ব নেয়ার পর নব নিযুক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান ইতি কুড়িগ্রাম জেলাকে বাল্য বিবাহমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের সুপারিশমালা তুলে ধরেন।

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইয়েস বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ