শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কাতার বিশ্বকাপই শেষ, জানিয়ে দিলেন নেইমার

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

ব্রাজিলের পিএসজি ফরোয়ার্ড নেইমার এক ডকুমেন্টারিতে জানিয়েছেন, কাতার বিশ্বকাপই হতে পারে তার শেষ। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে ইনজুরি নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার জুনিয়র। দল কোয়ার্টার ফাইনাল উৎরাতে পারলেও সেমিফাইনালে জার্মানির বিপক্ষে বিধ্বস্ত হয়। রাশিয়া বিশ্বকাপেও দলকে বেশি দূর নিতে পারেননি নেইমার ও তাঁর দল। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হারে সেলেকাওরা।এবার কাতার বিশ্বকাপে দলকে সেরাটা এনে দিতে চান ব্রাজিলের পিএসজি ফরোয়ার্ড নেইমার। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ওটাই তাঁর শেষ সুযোগ মনে করছেন। এক ডকুমেন্টারিতে জানিয়েছেন, কাতার বিশ্বকাপই হতে পারে তাঁর শেষ।নেইমার এন্ড দি লাইন অব কিংস’ ডকুমেন্টারিতে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটাই আমার শেষ বিশ্বকাপ। আগামী বিশ্বকাপের পরে ফুটবল খেলে যাওয়ার মতো মানসিক শক্তি পাবো কি না আমি জানি না। সুতরাং আমি বিশ্বকাপ জেতার সর্বোচ্চ চেষ্টা করবো। দেশকে চ্যাম্পিয়ন করতে সবকিছু করবো। আশা করছি আমি এটা পারবো।’

ব্রাজিল বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন নেইমার। কিন্তু তাঁর ইনজুরিতে ব্রাজিলের আশা শেষ হয়ে যায়। রাশিয়া বিশ্বকাপের আগেও গুরুতর ইনজুরিতে ছিলেন ব্রাজিল ফরোয়ার্ড। বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরেন তিনি। ভালো-খারাপের মধ্যে দিয়ে যায় তাঁর ওই আসর। ক্যারিয়ারে তাঁর একটার পর একটা ইনজুরি লেগে আছে। নেইমার জানেন না, ওই বাধা কাটিয়ে ২০২৬ বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ