রবিবার | ২২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ই-মেইলের যুগে অস্তিত্বহারা ডাকঘর, আধুনিকতার অপেক্ষা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ডিজিটাইলেজেশনের ছোঁয়ায় বিশ্বব্যাপী সংকুচিত হয়ে পড়েছে ডাকঘরের ব্যবহার। ই-মেইলের এই যুগে সরকারি চিঠিপত্র ছাড়া ডাক মাধ্যমে বেসরকারি বা নাগরিক পর্যায়ে ডকুমেন্ট আদান-প্রদানের হার কমেছে। আর বাংলাদেশে ডাকঘর পড়ে আছে আধুনিকতার অপেক্ষায়। এমন মুহুর্তেই বছর ঘুরে আবার এসেছে বিশ্ব ডাকদিবস। প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃত।
জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে বিশ্বে স্বীকৃতি পায় বাংলাদেশ ডাকবিভাগ। এ দিবস উপলক্ষ্যে এ বছরও বাংলাদেশ ডাক বিভাগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করছে। এই দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনোভেট টু রিকভার’।

১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বের্ন শহরে ২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গঠিত হয় ‘ইউনির্ভাসেল পোস্টাল ইউনিয়ন’। পরবর্তীতে এ সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাব পাসের মাধ্যমে ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশ ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদস্য পদ লাভ করে। এরপর থেকে দেশে প্রতিবছর বিশ্ব ডাক দিবস পালিত হয়ে আসছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ