রবিবার | ২২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সৌদিতে ড্রোন হামলা, ৩ বাংলাদেশিসহ আহত ১০

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
সৌদি আরবের শহর জাজানের একটি বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন বলে খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, জাজানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের বরাত দিয়ে এসপিএ জানায়, ড্রোনটি বিমানবন্দরের সামনের দিকে হামলা চালায়। এতে সম্মুখভাগের জানালা ভেঙে আহত হন অনেকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় আহত ১০ জনের মধ্যে ৬ জন সৌদি, ৩ জন বাংলাদেশি এবং অন্যজন সুদানী।

হামলার শিকার ৫ জনের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। বাকি ৫ জনের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোনো গোষ্ঠীই এখনও এ হামলায় দায় স্বীকার করেনি। তবে সৌদি আরবে প্রায়ই হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

এর আগে বুধবার আবহা বিমানবন্দরকে লক্ষ্য করে ছুটে আসা একটি বিস্ফোরক বোঝাই ড্রোন আটকে দেয়ার পর সৌদি নেতৃত্বাধীন জোটের চার কর্মী আহত হন।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথি সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সৌদির সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠন। সেই সময় থেকেই দেশের বিভিন্ন বিমানবন্দরকে টার্গেট করেছে বিদ্রোহীরা। শুধু বিমানবন্দর নয়, সৌদির অনেক সেনা ঘাঁটি ও তেল উত্তোলক কেন্দ্রগুলিকেও টার্গেট করেছে তারা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ