রবিবার | ২২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মাদ্রাসায় ছাত্রদের চুল কেটে দেয়া সেই শিক্ষক গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হামছাদী কাজির দিঘীর পাড় আলিম মাদ্রাসায় ৬ ছাত্রের চুল কেটে দেয়া সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঞ্জুরুল কবীর নামের ওই শিক্ষককে আজ শুক্রবার রাতে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান।

তিনি ক্র্যাবনিউজকে বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি আরো বলেন, চুল কেটে দেয়ার ঘটনা গণমাধ্যমে আসার পর থেকে মাদ্রাসার সংশ্লিষ্ট ছাত্র ও তাদের পরিবারে আতঙ্ক বিরাজ করছিলো। ওই শিক্ষক এলাকার প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় নানা ধরনের আতঙ্কে ছিলেন তারা। তবে শিক্ষক গ্রেপ্তার হওয়ায় তাদের আতঙ্ক কেটে গেছে।

এর আগে গত বুধবার ক্লাস চলাকালীন সময় ৬ ছাত্রের চুল কেটে দেন শিক্ষক মঞ্জুরুল কবীর। এতে ছাত্র ও অভিভাকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার একটি ভিডিও শুক্রবার সমাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

মাদরাসার দাখিল শ্রেণির শিক্ষার্থী নাজমুল আলম ও ফজলে রাব্বীসহ কয়েক ছাত্র জানায়, গত বুধবার তাদের ইংরেজি ক্লাস চলছিল। এ সময় হঠাৎ করে সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবির স্যার কাঁচি (কেঁচি) দিয়ে আমাদের ৬ ছাত্রের মাথার চুল কেটে দেয়। এ ঘটনার পর ছাত্ররা ক্লাস না করে বেরিয়ে যায়। পরবর্তীতে মাদরাসাটির অন্যান্য শিক্ষকদের মধ্যস্থতায় ছাত্ররা তাদের ক্লাস শেষ করে।

নাম প্রকাশ না করা শর্তে এক ছাত্র জানায়, ইংরেজি ক্লশের প্রথম ঘণ্টা পড়ার পর হঠাৎ করে মঞ্জুরুল স্যার আমাদের (ক) শাখার ক্লাশে ঢুকে ৬ ছাত্রের চুল কেটে দেয়। কিন্তু (খ) শাখার কোন ছাত্রের চুল উনি কাটেনি।

শুক্রবার (৮ অক্টোবর) অভিযোগ ওঠা মাদরাসার শিক্ষক মঞ্জুরুল কবিরের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি দাখিল শ্রেণির সকল ছাত্রকে পরীক্ষার আগের দিন চুল কেটে মাদরাসায় আসতে বলেছি। ছাত্ররা আমার কথার অবাধ্য হওয়ার কারণে কয়েক ছাত্রের চুল কেটে দিয়েছি। আমি ওদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে থাকা ও নীতি-নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্যই চুল কেটে দিয়েছি। তবে আমি কাউকে কোন হুমকির কথা বলিনি।বামনী ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মন্সী বলেন, মাদরাসার শিক্ষক মঞ্জুরুল কবির ইউনিয়ন জামায়াত ইসলামমের আমির হওয়ায় প্রায় সময় ছাত্র-ছাত্রীদের উপর প্রভাব বিস্তার করে। তার ভয়ে ছাত্রতো দূরের কথা অন্য শিক্ষকরাও নিরুপায় বলে আমি জানি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি সত্যতা পাওয়া যায় তা হলে বিধিমোতাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে রায়পুর থানার ওসি (তদন্ত) ক্র্রাবনিঊনজকে বলেন , বিষয়টি আমরা জানতে পেরেছি। তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪জন ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ